Md Din Islam's Blog

My Life, My Father's Rule!

  • About
  • Portfolio

শিরোনমহীন

Posted by dinislambds on May 9, 2017
Posted in: ছড়া-বড়া-কবিতা. Leave a comment

কৃষ্ণচূড়া-
তোমার এতো কিসের তাড়া;
হু?

এখন
স্নেহ-ভালোবাসা
নিকৃষ্ট ব্যবসা
নেতারা সব ভোট ভিক্ষায়
সাগ্রহে চুমু খায়
নগ্ন শিশুর মাথায়-গায়!
মায়ের আচল
টেনে মাথায়
-‘ভোট চাই! ভোট চাই!’
বলি-
“দুর্নীতির তৃষ্ণা ওষ্ঠাগতপ্রায়?”

কৃষ্ণচূড়া-
তোমার এতো কিসের তাড়া;
হু?

ফেলানীরা আজ ধর্ষিত হয়
ঝুলে থাকে কাটাতারর বেড়ায়
পিশাচের মুখে নোংরা হাসি!
পা-চাটা বাঙ্গালী ভান করে
দাদা,কোথায়?কিচ্ছু তো হয় নি !!

মোর-
রক্তকনিকা ফুটতে থাকে
জ্বলে পুড়ে ভাঙ্গতে থাকে
বিদ্রোহী মন ফুঁসে চলে
যকৃতে সাইক্লয়েডের মিছিল ওঠে-
‘বিচার চাই! বিচার চাই!’

বলি-
“বিশ্বজিৎ,তুই কেমন আছিস ভাই?”

কৃষ্ণচূড়া-
তোমার এতো কিসের তাড়া;
হু?

কৃঞ্চচূড়া-বুলেট কিংবা কবিতা

Posted by dinislambds on November 28, 2020
Posted in: কৃষ্ণচূড়া, ছড়া-বড়া-কবিতা. Leave a comment

সঙ্গতির আড়ালে
অসঙ্গতির অপ্রত্যাশিত আস্পর্ধা ।
গুন্জন ভেসে বেড়ায়
তপ্ত রোদ কাঠ ফাটা রাস্তায় ।
শুধু বন্ঞিত সহস্র সঙ্গতি
…..অকাল প্রয়াণের অভিপ্রায়ে  ।।

তৃপ্ত আত্মাগুলো অতৃপ্তি খোঁজে
ফিরে আসতে চায়-
নিকৃষ্ট মানুষের ভীড়ে ।
যেখানে-
অন্যায়,অপরাধ,রাহাজানির
বিজিত গ্লানি ।
হুম, পার্থিব সুখিই যে সব ।।

ভাস্কর্যে ভাস্বর জনাব ।
কাকগুলো ‍ উড়ে এসে বসে
নির্লিপ্ত নষ্ট খাদ্যের তপ্ত
বর্জ্য ওনাদের ভিজিয়ে যায়..
বিধর্মী কর্মকান্ডকে তিরষ্কার্
ঐ নিষ্পাপ পক্ষীকূলের ।

শান্তি চাই

Posted by dinislambds on November 28, 2020
Posted in: কৃষ্ণচূড়া, ছড়া-বড়া-কবিতা. Leave a comment

অবিররত চলছে চলবে-
রক্তের লীলাখেলা……।।
শান্তির খোঁজে
যুদ্ধের নামে
ওরা খুঁজছে
 – শান্তিধারা ।।

বাঁকা চোখের
কাজলী ললনার
নিদ্রিত চাহনীতে,
…..শরীরী ভাষায় ওদের
অবগাহন  ।।

ওরা হিংসী সিংহী
ওরা জ্ঞানপাপী শয়তান
ওদের চোখ রক্তাঙ্গশূলী
ওরা কুকুরের বাঁকা লেজ  ।।

“বুলেট কিংবা কবিতা”য়
শিরোনামহীনের গান,
রক্ত কিসের চুঁইয়ে পড়ে-
ফেলানীর পরিধান  ।।

ওরা শুঁয়োরের উৎকট গন্ধ
ওরা সীমারের বাচ্চা
ওরা সীমান্তের ছুঁচো
ওরা কাঁটা গায়ে নুনের ছিটা  ।।

BSF জংলী
তোরা মালালার ঈরষা  ।।

22nd February 2013

Bullet For My Valentine

Posted by dinislambds on November 28, 2020
Posted in: ছড়া-বড়া-কবিতা. Leave a comment

সমর্পন করি-
ফেলে আসা দিনগুলোয়  ।।

যেখানে-
ভালোবাসা,
ছড়িয়ে-ছিটিয়ে
মিশ্রিত আবেগে  ।।

বুকে লোনা ব্যাথা
কিন্তূ-
নেই অভিমানী
অশ্রুধারা  ।।

সুখে আছি
ভালো আছি
শ্রদ্ধা-
পবিত্র ভালোবাসায়  ।।

১৪/০২/২০১৩

আমি

Posted by dinislambds on November 22, 2020
Posted in: গল্প-টল্প. Leave a comment

এসিড খাওয়ার ইচ্ছে আমার
PH-7 আপ হোক নাহ…
জ্বলে পুড়ে ছাই হবো আজ
মৃত্যুকে ভয় করি নাহ…  =D

আমি-এসিডকে ভয় পাই
আগুন দেখে দৌড়াই,
বাঘকে ডাকি মামা
এড়াই শত্রুর রাস্তা!

আকাশ দেখি নাহ
-ত্বক পুড়ে যাবে ভাই ।
মিথ্যের ফুলঝুড়ি ঝড়াই
-সত্যের পাহাড়ায় ।

আমি ভীতুর ডিম
ডিম থেকে হওয়া বাচ্চা
করি মিও মিও
তাই,
কেউ দেয় না পাত্তা !! :p

স্বপ্ন

Posted by dinislambds on November 22, 2020
Posted in: ছড়া-বড়া-কবিতা. Leave a comment

কবিতার ভাষায়
কাঁদতে জানি
হাসতে পারি,
বেদনার আশ্রয়ে
অতীত বিস্মৃত হয়
-ভলোবাসা ভুলি  ।।

অনিমেষ আধারে
স্বপ্নের ভেলা ভাসাই

অতঃপর…
আমিই রাজা
আমার রাজ্য
রাণীর কোলজুড়ে ফর্সা কন্যা
…….সবই আমার…….

আমার কবিতা সত্যি
হাসি সত্যি
অভিমানী কান্না সত্যি
শুধু তুমিই শত্রু
-মিথ্যা স্বপ্ন  ।।

[2011]

ঠিক যখনই

Posted by dinislambds on November 22, 2020
Posted in: ছড়া-বড়া-কবিতা. Leave a comment

ঠিক যখনই
কোথায় আছো,কেমন আছো?
করছোটা কি,খেয়েছো কখন?
বলতে শুনি
বুঝতে পারি
ভালোবাসার অবুঝ ফাঁদে বন্ধি
-ছেলে বা মেয়েটি!

ঠিক যখনই
ভালোবাসা মানেটা কি
জানোনা তুমি!
বলতে শুনি
প্রিয়তমা-
ভালোবাসি, ভালোবাসি!!

বিপরীত লিঙ্গের লোকটি কে?
জানতে বাকি,
ঠিক তখনই,তবুও
ফোনে বলতে শুনি
প্রিয়তম-
ভালোবাসি, ভালোবাসি!!

[Written on – 2011]

নিষেধাজ্ঞা

Posted by dinislambds on November 22, 2020
Posted in: ছড়া-বড়া-কবিতা. Leave a comment

প্রেম না করেও ছ্যাকা খাওয়া যায়?
প্রেমের কবিতা লেখা যায়?
আমি প্রেম না করেও অহরহ ছ্যাকা খাচ্ছি  :/
-চায়ের কেতলিতে…
লিখছি কবিতা  🙂 -আপনার কাছে তা কবিতা নাও হতে পারে…

সেই
বরাবরই
একই সুখের আবরণে,
সেই-
অন্য কেউ নয়?
তবে
কিসের জন্যে
বোকা সাজার
মিথ্যে আস্ফালন?

আবার
অস্থিরতা
ফিরে পাবার আহ্বান
ভোলার অপচেষ্টায়…

অতঃপর
রিঅ্যাকিাটবেশন অফার
যে কোনো পরিমাণ রিচার্জে
১০০০ এমবি ইন্টারনেট!
আর
তোমায় “সরি” বললে
আজীবন কাছে পাবার
সম্ভবনা!

স্রেফ সম্ভবনা?

থাক  ।।
থাক  ।।
থাক  ।।

আমার খোলা হৃদয়ের
ভ্রৃকুটিতে-
অপ্রত্যাশিত ভালোবাসার
অনুপ্রবেশে নিষেধাজ্ঞা
জারি করলাম  ।।

ইস্কুল এবং তুফানী আপা

Posted by dinislambds on October 31, 2019
Posted in: গল্প-টল্প, ফেবু স্টেটাস. Leave a comment

#প্রাইমারি #ইস্কুল #200_মনে_নাই

ক্লাস শুরু হতে কিছুক্ষন বাকি আছে..
তাই স্কুল খেলার মাঠে আমার পিচ্চি বন্ধুদের সাথে খেলছিলাম..
[ আমিও পিচ্চি ছিলাম তাই বন্ধুরাও পিচ্চি :p ]

খেলার মাঝে “ক” নামের এক মেয়ে ক্লাসমেট আমাকে কিছু একটা বলে – আমি তৎক্ষণাৎ ক্ষেপে/রেগে যাই.. 🤯🤯
অতঃপর, লাঠি দিবো বলে ওর দিকে পা দেখাতে গিয়ে আমার পায়ের জুতা/স্যান্ডেল খুলে ওর গায়ে গিয়ে লাগে.. 👡👠

“ক” আমার থেকে কিছুটা দূরে ছিল – লাথি দেয়ার জন্যে পা উঠানো জাস্ট এক্টিং ছিলো
কিন্তু, দুর্ঘটনা বা দুর্ভাগ্য বশত – পায়ের জুতা/স্যান্ডেল খুলে গিয়ে লাগে ওর গায়ে.. 👣👣

“ক” সবার মাঝে অপমানিত বোধ করে এবং সরাসরি – এক টিচার এর কাছে গিয়ে নালিশ করে..

ক্লাস শুরু হওয়ার ঘন্টা বাজলো.. আমি ক্লাস এ গিয়ে বসলাম..
ভাবলাম – কোনো টিচার এসে “ক এর সাথে ঝগড়া” হওয়ার কারণ জানতে চাইবে..
কিন্তু আচমকা “তুফানী” আপা আসলো ক্লাসে
[ নাম যেমন তুফানী – আমরা সবাই ভয় ও পেতাম তেমনই :p ]

“তুফানী” আপা সরাসরি আমার কাছে আসলো-
– আমার মাথা ধরে তার দিকে ঝুঁকিয়ে – পিঠে ঠাস ঠাস বেতের বাড়ি দিতে লাগলো আর বলতে লাগলো
‘তুই তো ভালো ছাত্র কিন্তু এই কামটা কেমনে করলি – “ক” রে জুতা দিয়া মারলি কেন?’ .. 👩‍🌾👨‍🌾

আমি ঘটনা ব্যাখ্যা করা বা আমার ভুল হয়েছে বলার টাইম পাই নি…

সেই দিনের এই ঘটনা “#Talk_Of_the_Class” ছিল..

জাস্ট এই ইনসিডেন্টটা মনে আছে তাই শেয়ার করলাম.. কারো ওপর রাগ বা ক্ষোভ থেকে নয়..
পিচ্চি ছিলাম – অযাচিত ভুল হওয়া স্বাভাবিক ব্যাপার – এতো কিছুতো আর বুঝতাম না.. 🐥🐥

মহান আল্লাহ তায়ালা সবাইকে ভালো রাখুন সবসময়, আমিন 🙂

#Primary_School #Bad_Day

অলস মস্তিষ্কের নিষ্ক্রিয় টাস্ক !!

Posted by dinislambds on September 27, 2019
Posted in: কৃষ্ণচূড়া, গল্প-টল্প, ফেবু স্টেটাস. Leave a comment

=> বাহ্!
চুলের স্টাইল তো বালাই দিছোস!
বাবরের(বি এন পি’র সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী) লাহান!
স্ট্রেইট খাড়া খাড়া! 🙂

=>> আরে কিসের স্টাইল?
বাল!!!
ছ্যাকা খাইছি!! :/

=> কস কি মমিন?
কৃষ্ণচূড়া তো এমন মাইয়্যা না ।
ও তো তোরে জান-পরাণ দিয়া ঠাডা পরা ভালোবাসে!! 😮

=>> ধূর ব্যাটা!
কতায় কতায় হূদা কৃষ্ণচূড়ারে টানোছ!
আসলে অইছে কি-
সকালে উইঠ্যা দেহি আম্মার শরীর খারাপ;
তো আলুর ভর্তা রান্দার লইগ্যা চুলায় গরম পানি কইরা আলু হিদ্দ দিলাম!
এরই মাজে হঠাৎ পাতিলের ওপরে হাত পরলো!
আগে কহনো অভ্যাস নাই-বুঝোসই তো!
জব্বর ছ্যাকা খাইছি!
আর ছ্যাকায় হাতের জলুনিতে চুল ও খাড়া অইয়্যা গেছে!

( দোস্ত আমার কাহিনী হুইনা ডেমু টেরেনের গতিতে হাসতাছিল ।। )

=> হুম!
এইটুকুতে এই অবস্থা!
আমি তো ভাবতাছি কৃষ্ণচূড়ার কতা!
ছ্যাকাডা যদি অয় দিতো তাইলে তোর কি অবস্থা অইতো?

=>> হালা!
কতায় কতায় হূদা কৃষ্ণচূড়ারে টানোছ!
তয়-ছ্যাকাডা যদি অয় দিতো,
তাইলে মনে অয় মাতার চুল এতোক্ষণে একটাও থাকতো না! =D

( অতঃপর আমার ডেমু টেরেনের গতিতে হাসির পালা!!! )

বিঃ দ্রঃ কথোকপথনগুলোকে সত্য ভাবিয়া লজ্জা দিবেন না!
20 October 2013 at 21:46

Eid FB Status – June 2018

Posted by dinislambds on September 9, 2019
Posted in: ফেবু স্টেটাস. Leave a comment
সে অনেক বছর আগের কথা–
… তখন পিচ্চি ছিলাম …

রোজা শুরু হওয়ার সাথে সাথে নতুন জামা / প্যান্ট / জুতা কেনার বায়না ধরতাম আব্বার কাছে |

ঈদের সপ্তাহ খানেক আগেই পাশের বাড়ির মিন্টু, রিন্টু, বল্টুরা রং ঝাজানো শার্ট প্যান্ট কেনার গপ্পো বলে বেড়াতো |

– হিংসায় পুড়ে ছারখার হতাম
– আব্বার সাথে অভিমান করতাম
– কান্না করে চোখ লাল করতাম
– ১/২ দিন ঠিক মতো খাবার খেতাম না
আরো কত কি!!

আব্বা কিনে দিতেন
হ্যাঁ, আব্বা কিনে দিতেন তার সাধ্যের মধ্যে
– ঠিক ঈদ এর আগের দিন
– গুলিস্তান থেকে অথবা এলাকার সেই দোকান থেকে যেখানে কম দামে ভালো(!!) জিনিস পাওয়া যায় ||

🙂 আমি ছিলাম পৃথিবীর সুখী বালক 🙂

**********************************************

এইতো কয়েক ঘন্টা আগের কথা–
… এখন কিশোর আমি, আমি সাবলম্বী …

আজ পরিবারের প্রায় সবার জন্যে মার্কেটিং করলাম..
সব ব্র্যান্ড এর প্রোডাক্ট..
রঙ, আড়ং, এপেক্স.. যেটা পছন্দ হয়েছে সেটাই কিনেছি..
পছন্দ হয়েছে – কিনেছি | প্রাইস এর দিকে ভ্রুক্ষেপ করি নি..

আলহামদুলিল্লাহ, আল্লাহর নিকট লাখো কোটি শুকরিয়া আমাদের এই অবস্থানে আনার জন্যে, আলহামদুলিল্লাহ ||

🙂 আমি হলাম পৃথিবীর সুখী কিশোর 🙂

\\ স্ট্যাটাসে আমার অহংকার প্রকাশ পেলে ক্ষমা করবেন.. আমি সাফল্য/অবস্থান তুলে ধরার চেষ্টা করেছি.. গায়ে লাগলে স্টাটাসটি ইগ্নোর করুন \\

 — feeling আলহামদুলিল্লাহ.

Posts navigation

← Older Entries
  • Recent Posts

    • কৃঞ্চচূড়া-বুলেট কিংবা কবিতা November 28, 2020
    • শান্তি চাই November 28, 2020
    • Bullet For My Valentine November 28, 2020
    • আমি November 22, 2020
    • স্বপ্ন November 22, 2020
  • My Facbook Page

    My Facbook Page
  • Follow me on Twitter

    My Tweets
Create a free website or blog at WordPress.com.
Md Din Islam's Blog
Create a free website or blog at WordPress.com.
Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
Cancel

 
Loading Comments...
Comment
    ×